নওগাঁ প্রতিনিধি: স্বাধীন প্রতিদিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলের কিছু উপদেষ্টা দায়িত্ব পালন না করে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছেন। কিন্তু তাদের জন্য ‘মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই’।
সোমবার (৬ অক্টোবর) নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “দায়িত্ব নিয়ে দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। যারা সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তারা জনগণ ও দলের কাছে দায়বদ্ধ। দায়িত্ব এড়িয়ে সরে যাওয়ার চেষ্টা করলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।”
তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “একটি রাজনৈতিক দলকে ‘জাতীয় লীগ’ নামে নিবন্ধন দেওয়া হচ্ছে, অথচ তাদের সংগঠন কাঠামো ও কর্মকাণ্ড যাচাই করা হয়নি। এটি প্রশ্নবিদ্ধ।”
এ সময় তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ‘শাপলা’ প্রতীক নিয়ে অংশ নেবে।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
মন্তব্য করুন