কোন অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: খুলনায় সাংবাদিকদের সঙ্গে আইজিপির মতবিনিময়
Shadin Pratidin
প্রকাশ : Nov 15, 2025 ইং |অনলাইন সংস্করণ
ফ্যাসিস্ট আমলের দুর্নাম মুছে ফেলতে চাই: আইজিপি
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
খুলনা: আসন্ন জাতীয় নির্বাচনে কোন ধরনের অপশক্তিই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। শনিবার দুপুরে খুলনার বয়রা পুলিশ লাইনসে নির্বাচন ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে খুলনায় আগমনকালে আইজিপি নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক পরিদর্শন করেন। তিনি বলেন, “আমরা একটি সম্পূর্ণ ফেয়ার ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এজন্য মাঠপর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।”
আইজিপি জানান, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর মনিটরিং জোরদার করা হয়েছে। তার মতে, এসব উদ্যোগের ফলে এবারের নির্বাচনে সম্ভাব্য বিশৃঙ্খলা আগের তুলনায় অনেক কমিয়ে আনা সম্ভব হবে।
এ সময় জুলাই আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও দায়েরকৃত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, “অভিযুক্তদের মধ্যে ইতোমধ্যে ২১ জনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
আইজিপির বক্তব্য ও বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সাংবাদিকেরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতির ফলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com 💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন