এলাকায় অতিরিক্ত নিরাপত্তা, পরিস্থিতি শান্ত
মুন্সিগঞ্জ প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে বাবা–ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. শফিউল বাসার হাসিব (৪০) এবং তাঁর বাবা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)–কে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর রাত পৌনে ৩টার দিকে নিজ বাসায় কোরআন শরিফে আগুন দেন শফিউল বাসার হাসিব। ঘটনাটি তাঁর ফুফু হোসনেয়ারা হাসনাত (৫৬) প্রত্যক্ষ করেন। পরদিন সকালে পোড়া পৃষ্ঠা ও ছাই পাশের একটি ডোবায় ফেলে দেন হাসিবের বাবা জসিম।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে স্থানীয় মুসল্লি এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বাবা–ছেলেকে আটক করে হেফাজতে নেয়।
সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, হোসনেয়ারা হাসনাতের দায়ের করা মামলার ভিত্তিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
ওসি সাইফুল আলম আরও জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন