Shadin Pratidin
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় ‘আমার দেশ’-এর ব্যুরো প্রধান ও রিপোর্টারের ওপর হামলা: প্রতিবাদে সাংবাদিক সমাজের বিক্ষোভ

বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে

খুলনা প্রতিনিধি │ স্বাধীন প্রতিদিন

দৈনিক আমরা দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে খুলনার সাংবাদিক সমাজ। রোববার (৯ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে খুলনা মহানগর আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে দুইজন পেশাদার সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করলেও, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা বলেন, আজ শুধু খুলনা নয়, সারা দেশের সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। এই হামলার বিচার না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, পরিচালনা করেন কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরী সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, ৩৬-জুলাই যোদ্ধা আহম্মদ হামিম রাহাত, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নেয়ামুল হোসেন কচি, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, বাংলা নিউজ–২৪ ডটকম খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মুখপাত্র কবি ও নজরুল গবেষক সৈয়ক আলী হাকিম প্রমুখ।

কর্মসূচির সঙ্গে সংহতি ঘোষণা করেন—
সিপিবি’র মহানগরীর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের মহানগরী আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বিজিপির সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা শের আলম সান্টু, এস এম সোহরাব হোসেন। মানবাধিকার কর্মী জামাল উদ্দীন মোড়ল।

সমাবেশে উপস্থিত ছিলেন—
খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের মাকসুদ আলী, দৈনিক যুগান্তরের আহমদ মুসা রঞ্জু, দৈনিক পূর্বাঞ্চলের মাশরুর মুর্শেদ, দেশ টেলিভিশনের নূর ইসলাম রকি, দৈনিক সমকালের সামশুল আলম খোকন, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম ও এম এ জলিল, এনটিভির ক্যামেরাপার্সন আজিজুল ইসলাম, ফটো সাংবাদিক সেলিম গাজী, দৈনিক নয়াদিগন্তের শেখ শামসুদ্দিন দোহা, বাংলাদেশ প্রতিদিনের শামসুজ্জামান শাহীন, দৈনিক কালের কণ্ঠের কৈশিক দে, যমুনা টিভির শেখ আল এহসান ও প্রবীর বিশ্বাস, এখন টিভির রামীম চৌধুরী, দৈনিক কালবেলার বশির হোসেন, দৈনিক আমার দেশ-এর ফুলতলা প্রতিনিধি ওসমান গনি, দৈনিক পূর্বাঞ্চলের হাসান চৌধুরী, দৈনিক প্রবাহের এম এ আজিম, খুলনা গেজেটের হাসানুজ্জামান, দৈনিক রূপালী বাংলাদেশ-এর বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান মোড়ল, নিউজ পোর্টাল স্বাধীন প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক আজাদুল হক আজাদ, বাংলাদেশ বেতার খুলনার প্রতিনিধি কামাল হোসেন ও নুরুল আমিন নূর, দৈনিক গ্রামের কাগজ-এর ব্যুরো প্রধান রাজু আহমেদ, দৈনিক খুলনার সহকারী সম্পাদক মো. মোজাহিদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়ার ইমরান হোসেন, জি এম আসাদুজ্জামান, জিএম ইমন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা। প্রশাসনের অবহেলা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে মুক্ত সাংবাদিকতা বিপর্যয়ের মুখে পড়বে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দু

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

সাবের হোসেন চৌধুরীর গুলশান বাসভবনে স্ক্যান্ডিনেভিয়ান তিন রাষ

6

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে আসছে মার্কিন ডেস্ট্রয়ার US

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

পটিয়ায় বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’: গভীর

10

সুষ্ঠু নির্বাচন হলে স্থিতিশীলতা ফিরবে: সেনাবাহিনী ব্যারাকে ফ

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

খুলনায় আদালত চত্বরে গুলি–চাপাতির হামলায় নিহত ২ : আতঙ্কে এলাক

17

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

18

শেখ সোহেলের প্রভাববলয়ের প্রথম ধাক্কা: ডিবির হাতে গ্রেফতার বন

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20