অংশ নেবে দেড়-দুই লাখ নেতাকর্মী: ধারণা আয়োজকদের
নিজস্ব প্রতিবেদক ● স্বাধীন প্রতিদিন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এ আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী সোমবার (১ ডিসেম্বর) খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশ। নগরীর ব্যস্ততম বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) বেলা ১২টায় শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। খুলনা বিভাগের ১০ জেলা ও আশপাশের অঞ্চল থেকে দেড় লাখ থেকে দুই লাখ নেতাকর্মী এতে অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমাবেশের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, স্বৈরাচারের বিচারের রায় কার্যকর করা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ঢাকায় বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়েছে; রোববার রাজশাহীতেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে; আর সোমবার খুলনায় হচ্ছে বিভাগীয় কর্মসূচি।
তিনি আরও জানান, শিববাড়ি মোড়ে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। সমাবেশস্থল ছাড়াও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেড়শ মাইকের ব্যবস্থা করা হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা বক্তব্য শুনতে কোনো সমস্যায় না পড়েন। প্রচারণায় ইতোমধ্যে পাঁচ লাখ হ্যান্ডবিল বিতরণ, মোড়ে মোড়ে ব্যানার টানানো, অনলাইন প্রচার এবং প্রতিদিন মাগরিবের পর প্রচারণা মিছিল অব্যাহত রয়েছে।
সোমবার কর্মদিবসে এমন বড় সমাবেশে শহরে তীব্র যানজট ও জনদুর্ভোগের সম্ভাবনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে মাহফুজুর রহমান বলেন, তারা দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যেই সমাবেশ শেষ করবেন। প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক যান চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে—এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি আমানুল্লাহ, ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খেলাফত মজলিস মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাগপার খুলনা বিভাগের সমন্বয়কারী নিজামুদ্দিন অমিত, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশিদ, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী ও এমদাদুল্লাহ আজমী ডালিম।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন