মামলা নিয়ে মাঠে নেমেছে পুলিশ
খুলনা প্রতিনিধি: স্বাধীন প্রতিদিন
খুলনায় দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাতে আহত সাংবাদিক এহতেশামুল হক শাওন বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা (নম্বর-০৯) দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে একজনকে আসামি করা হয়েছে এবং আরও ১০-১২ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, সংবাদের তথ্য যাচাইয়ের জন্য শনিবার শাওন বিপ্লব আবির নামে এক ব্যক্তিকে ফোন করেন। কথোপকথনের একপর্যায়ে আবির তাকে দেখা করার জন্য নগরীর শিববাড়ি মোড়ে যেতে বলেন। বিকেল সাড়ে ৩টার দিকে স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ১০-১২ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে আহত করে এবং জীবননাশের হুমকি দেয়। এ সময় মনির পকেট থেকে সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এছাড়া তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে “নিউজ করার খায়েশ মিটিয়ে দেবে” বলে হুমকি দিয়ে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।
পরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মামলার পরপরই তদন্ত টিম কাজ শুরু করেছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।”
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন