Shadin Pratidin
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

চীন–বাংলাদেশকে নিয়ে নতুন আঞ্চলিক উদ্যোগে পাকিস্তান

সার্কের অচলাবস্থায় বিকল্প পথ খুঁজছে ইসলামাবাদ

বিশেষ প্রতিবেদন ● স্বাধীন প্রতিদিন

দক্ষিণ এশিয়ার জটিল ভূ–রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পাকিস্তান সম্প্রতি চীন ও বাংলাদেশের সঙ্গে একটি ত্রিমুখী সহযোগিতা উদ্যোগে এগিয়ে এসেছে। জুন মাসে তিন দেশের কূটনীতিকরা যে আলোচনা করেছেন, সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাকিস্তান জানিয়েছে, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়; বরং এটি অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে নতুন সুযোগ খুঁজে বের করার চেষ্টা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ–প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, চীন ও বাংলাদেশের সঙ্গে এই যৌথ উদ্যোগকে ভবিষ্যতে আরও দেশ ও অঞ্চলে সম্প্রসারণ করা যেতে পারে। তাঁর বক্তব্যে স্পষ্টই ছিল ভারতের প্রতি পরোক্ষ সমালোচনা। দারের অভিযোগ, আঞ্চলিক সহযোগিতা একটি দেশের রাজনৈতিক অবস্থানের কাছে জিম্মি হয়ে আছে, আর সেই অবস্থানেই সার্ক দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, ভারত–পাকিস্তানের ‘গঠনমূলক সংলাপ’ প্রক্রিয়া ১১ বছরের বেশি সময় ধরে বন্ধ পড়ে আছে এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও ভারতের সঙ্গে অনিশ্চিত সম্পর্কের অভিজ্ঞতা অর্জন করেছে।

ভারত–পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের এই নতুন উদ্যোগ আরও বেশি মনোযোগ আকর্ষণ করেছে। মাত্র কয়েক মাস আগেই দুই দেশের মধ্যে চার দিনের সংক্ষিপ্ত আকাশযুদ্ধ হয়েছিল, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দুর্বল করে। অন্যদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং তাঁর ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে ঢাকা–দিল্লি সম্পর্কও এখন নাজুক অবস্থায় রয়েছে। এই সবকিছু মিলিয়ে ইসলামাবাদের নতুন আঞ্চলিক উদ্যোগ দক্ষিণ এশীয় কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে।

সার্কের অচলাবস্থা এই উদ্যোগের অন্যতম প্রেক্ষাপট। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্ক দীর্ঘ চার দশকে কার্যত এগোতে পারেনি মূলত ভারত–পাকিস্তান বিরোধের কারণে। ২০১৬ সালের ইসলামাবাদ শীর্ষ সম্মেলন ভারত বয়কট করার পর থেকে সংস্থাটি কার্যত স্থবির হয়ে আছে। অথচ সার্ক দেশগুলোর জনসংখ্যা বিশ্বের এক–চতুর্থাংশেরও বেশি, কিন্তু অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্য মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ—যা বিশ্বব্যাংকের মতে অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে ভারত–পাকিস্তান বাণিজ্য নেমে এসেছে প্রায় অর্ধেকে।

এ অবস্থায় ছোট ও ইস্যু–ভিত্তিক আঞ্চলিক কাঠামোর ধারণা দক্ষিণ এশিয়ার কিছু দেশে আকর্ষণ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাহোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাবিয়া আখতারের মতে, পাকিস্তানের প্রস্তাবটি এখনো বেশি আকাঙ্ক্ষামূলক হলেও এটি সার্ক–উত্তর বাস্তবতায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। তিনি মনে করেন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ বা ভুটানের মতো দেশগুলো সংযোগ, জলবায়ু অভিযোজন বা অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে সীমিত পরিসরে আগ্রহ দেখাতে পারে। তবে ভারতের আঞ্চলিক সংবেদনশীলতা বিবেচনায় বড় কোনো কাঠামোতে যোগ দেওয়ার ব্যাপারে তারা অবশ্যই সতর্ক থাকবে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের গবেষক ফারওয়া আমেরের মতে, পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক সক্রিয়তা—একদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন—ইসলামাবাদকে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে ভূমিকা রাখার আত্মবিশ্বাস দিয়েছে। তাঁর মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় বড় আকারের বহুপাক্ষিক কাঠামোর তুলনায় ত্রিমুখী বা দ্বিপাক্ষিক সহযোগিতাই ভবিষ্যতে বেশি কার্যকর হতে পারে।

সার্ক যেখানে দীর্ঘদিন ধরে অচল, সেখানে পাকিস্তানের নতুন ত্রিমুখী উদ্যোগ দক্ষিণ এশীয় সহযোগিতাকে নতুনভাবে কল্পনা করার একটি প্রচেষ্টা। তবে এটি বাস্তবে সফল হবে কি না—সে প্রশ্ন এখনও খোলা। ভারতের অবস্থান এবং অন্যান্য দেশের কৌশলগত হিসাব–নিকাশই শেষ পর্যন্ত ঠিক করবে এই অঞ্চলের নতুন ভূ–রাজনৈতিক মানচিত্র কোন দিকে এগোবে।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দু

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

শেখ সোহেলের প্রভাববলয়ের প্রথম ধাক্কা: ডিবির হাতে গ্রেফতার বন

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

বিডিআর বিদ্রোহ মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৩৫

9

কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় মুন্সিগঞ্জে বাবা–ছেলে আটক

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় বিএনপি ঘোষিত প্রার্থী

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

বিএনপির নেতৃত্বে গঠন হচ্ছে বৃহৎ নির্বাচনী জোট

14

" ধর্মের ভিত্তিতে বিভাজন করার পক্ষে নয় জামাত, জাতির একতা চাই

15

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

16

খুলনায় আদালত চত্বরে গুলি–চাপাতির হামলায় নিহত ২ : আতঙ্কে এলাক

17

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্

18

জনগণ ঐক্যবদ্ধ হলে নির্বাচন ঠেকানো যাবে না: আজিজুল বারী হেলাল

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20