রূপসা (খুলনা) প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অপরপক্ষের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা কাজদিয়া বাজারে বিএনপির একটি অফিসে ভাঙচুর ও লুটপাটও চালায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রূপসা উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এর আগে সকালেও পারভেজ মল্লিকের সমর্থকদের ওপর বিএনপির অপরপক্ষের নেতাকর্মীরা হামলা চালায় বলে জানা গেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান স্বাধীন প্রতিদিনকে বলেন, “আজ সকালে বিএনপির অপরপক্ষের সমর্থকরা স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে। এতে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরে আবারও তারা কাজদিয়া বাজারে গিয়ে বিএনপির একটি অফিসে ভাঙচুর ও লুটপাট চালায়।”
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ মল্লিক বৃহস্পতিবার দুপুরে কাজদিয়া কলেজে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন। এ সময় তার উপস্থিতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অপরপক্ষের কর্মীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা চালায়, অফিসের আসবাবপত্র ভাঙচুর করে ও পারভেজ মল্লিকের অনুসারীদের মারধর করে। হামলার সময় পারভেজ মল্লিক নিজেও অফিসে অবস্থান করছিলেন।
হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। আতঙ্কে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, রূপসায় বৃহস্পতিবার তাদের একাধিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতেই অপরপক্ষের অনুসারীরা হামলা চালিয়েছে।
হামলাকারীদের মধ্যে রয়েছেন— আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, রিয়াজ মোল্লা, মহিউদ্দিন মিন্টু, বনি আমিন সোহাগ, শাহজামান প্রিন্স, এস.এম. আবু সাঈদ, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন