স্বাধীন প্রতিদিন ডেস্ক | ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের একটি নির্ভুল বিমান হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। হামলাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, ঠিক শুক্রবার (১০ অক্টোবর) দিন পরিবর্তনের আগমুহূর্তে। হামলায় তার সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদ-সহ আরও কয়েকজন উগ্রপন্থী নিহত হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানায়, এ হামলায় টিটিপি প্রধানের গাড়িকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় মেসুদের গাড়িটি কাবুলের একটি সড়কে চলমান অবস্থায় ছিল। আঘাতে গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং তীব্র বিস্ফোরণ ঘটে।
তবে এখনও নূর ওয়ালি মেসুদের মৃত্যু নিশ্চিত করা যায়নি। আফগান সরকারের পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার করা হলেও, হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, "বিস্ফোরণের মাত্রা ছোট ছিল" এবং জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তবে স্থানীয়রা জানান, তারা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে বিমান ঘোরাফেরা করতেও দেখেছেন, যা হামলার ভয়াবহতা বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা নয়, বরং পাকিস্তানের তরফ থেকে টিটিপির বিরুদ্ধে কড়া বার্তা। গত সপ্তাহেই খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হওয়ার পর থেকেই দেশটির নিরাপত্তা বাহিনী প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেন, "অনেক হয়েছে, আর সহ্য করা হবে না।" তার বক্তব্যের পরপরই এ হামলা চালানো হয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদর দপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সেখানে কাবুলে চালানো হামলা ও এর পেছনের কারণ ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি নূর ওয়ালি মেসুদের মৃত্যু নিশ্চিত হয়, তবে টিটিপি শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পাকিস্তান-আফগান সীমান্তজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।
ঘটনার ওপর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর নজরদারি চলছে।
সূত্র: পাকিস্তান অবজারভার, স্থানীয় সংবাদমাধ্যম ও স্বাধীন প্রতিদিন প্রতিবেদন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
মন্তব্য করুন