Shadin Pratidin
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ


ক্যাম্পাস প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। সম্প্রতি হল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলের অভ্যন্তরে কোনো শিক্ষার্থী যদি সাধারণ স্থানে বা প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়, তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার নির্ধারিত আইনে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

হলের প্রভোস্ট অধ্যাপক মো. ফারুক শাহ বলেন, “প্রকাশ্যে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রুমে বা এমন জায়গায় ধূমপান করতে পারেন, যেখানে অন্য শিক্ষার্থীদের কোনো বিরক্তি বা ক্ষতি হবে না। তবে সাধারণ স্থানে — যেমন করিডোর, ডাইনিং, বারান্দা, কিংবা মাঠে — ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।”

এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে তিনি জানান, অনেকদিন ধরেই অ-ধূমপায়ী শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ আসছিল যে, সাধারণ স্থানে ধূমপানের কারণে তারা অস্বস্তিতে পড়ছেন। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি গাঁজা, ইয়াবা, হেরোইন বা অন্য কোনো অবৈধ মাদকদ্রব্য বহন বা ব্যবহার করতে ধরা পড়ে, তবে তাকে অভিভাবকের উপস্থিতিতে সরাসরি হল থেকে বহিষ্কার করা হবে। প্রভোস্ট বলেন, “হল প্রশাসন মাদকদ্রব্যের বিষয়ে শূন্য সহনশীল নীতি অনুসরণ করবে। আমরা চাই, ছাত্ররা সুস্থ ও নিরাপদ পরিবেশে থাকতে পারুক।”

হলের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের একটি বড় অংশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সমাজবিজ্ঞান বিভাগের এক আবাসিক ছাত্র বলেন, “আমাদের করিডোর বা টিভি রুমে ধূমপানের কারণে অনেক সময় দম বন্ধ হয়ে যেত। এই নিষেধাজ্ঞা খুব প্রয়োজন ছিল।” তবে কেউ কেউ মনে করছেন, নিয়মটি কার্যকর করা কঠিন হতে পারে। ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, “রুমে ধূমপান করার অনুমতি থাকলে প্রকাশ্যে ধূমপান বন্ধ করা তেমন সহজ হবে না। নিয়ম থাকলেও তার প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে ক্যাম্পাসকে তামাকমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও অফিসে ধূমপান নিষিদ্ধ থাকলেও আবাসিক হলে তা কঠোরভাবে বাস্তবায়িত হয়নি। তাই জহুরুল হক হলে এই নতুন পদক্ষেপকে অনেকেই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের অনেকেই মনে করছেন, ধূমপান নিষিদ্ধের এই উদ্যোগ শুধু স্বাস্থ্যসচেতনতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। তবে তারা সতর্ক করে বলেন, শুধু নিয়ম জারি করলেই চলবে না — প্রয়োগ ও সচেতনতা দুটোই একসঙ্গে বাড়াতে হবে।

অন্যদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ তরুণদের মধ্যে ধূমপান কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, গবেষণায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধূমপান শুরু করেন এমন তরুণদের সংখ্যা এখনও উদ্বেগজনক। এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়িত হলে অন্য হল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোও একই পথে আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বোপরি, জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্তকে শিক্ষার্থীদের জন্য এক ইতিবাচক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এটি কেবল শৃঙ্খলা ও স্বাস্থ্য রক্ষার প্রয়াস নয়, বরং বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও তামাকমুক্ত পরিবেশে রূপান্তর করার প্রচেষ্টারও প্রতিফলন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই — সারজিস আলম

1

৪৮ জেলায় একযোগে শুরু যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কা

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

4

তাইরান লেখক সম্মেলন-২০২৫: বাংলা একাডেমিতে কবি-লেখকের মিলনমেল

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

শেখ সোহেলের প্রভাববলয়ের প্রথম ধাক্কা: ডিবির হাতে গ্রেফতার বন

7

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা, মাত্র ১০ মাইল দূরে ইসর

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

10

কবি এম এ মান্নান এর কবিতা

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল; কোথাও নেই ফারুক

17

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

18

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20