ফিরোজ আহমেদসহ ১১ জনকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক ● স্বাধীন প্রতিদিন
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ মিলনায়তনে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ‘তাইরান লেখক সম্মেলন-২০২৫’। দেড় শতাধিক লেখকের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন ছিল সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক বিশাল উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।
সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ ও গবেষক ড. ইয়াহইয়া মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী এবং কবি-সম্পাদক মাহমুদুল হাসান নিজামী—সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, কথাসাহিত্যিক ও গবেষকদের উপস্থিতিতে পুরো মিলনায়তন ছিল উৎসবমুখর।
কবি মোশাররফ হোসেন খান, কবি রহমান হেনরি, কবি জাকির আবু জাফর, কবি মনসুর আজিজ, আতিক হেলাল, কবি মুস্তাফিজ শিহাব, কবি নয়ন আহমেদসহ অসংখ্য লেখকের অংশগ্রহণ সম্মেলনে যুক্ত করেছে নতুন মাত্রা। তবে খুলনা থেকে আগত এই সময়কার উজ্জ্বল কথাসাহিত্যিক ও কবি ফিরোজ আহমেদকে ঘিরে উৎসবমুখরতা ছিল চোখে পড়ার মতো।
সম্মাননা প্রদান—
বাংলা ছোটগল্পে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ফিরোজ আহমেদকে ছোটগল্প বিভাগে প্রদান করা হয় ‘তাইরান লেখক সম্মাননা-২০২৫’। তাঁকে ঘিরে আয়োজক, লেখক ও পাঠকদের বিশেষ উচ্ছ্বাস ছিল স্পষ্ট।
সম্মেলনের আহবায়ক, কবি-লেখক ও বিশিষ্ট সাংবাদিক মুজতাহিদ ফারুকী তাঁর প্রশংসায় বলেন—
“বাংলা ছোটগল্পে এই মুহূর্তে যে ক’জন লেখক বিশ্বসাহিত্যকে স্পর্শ করে বা কাছাকাছি পৌঁছুতে পেরেছে, তাঁদের মধ্যে ফিরোজ আহমেদ একজন।”
এমন মন্তব্যে প্রমাণিত হয় সমসাময়িক সাহিত্যজগতে তাঁর অবস্থান কতটা দৃঢ়।
অন্যান্য বিভাগে সম্মাননা প্রদান করা হয়—
• কবিতা বিভাগ: কবি ও অধ্যাপক নয়ন আহমেদ
• চারুশিল্পী বিভাগ: সাংবাদিক, লেখক, আলোকচিত্র ও চারুশিল্পী, তথ্যচিত্র নির্মাতা ফরিদ নুমান
• ছড়া বিভাগ: ছড়াকার, কবি ও সংগঠক ফরিদ সাইদ
• প্রবন্ধ বিভাগ: অধ্যাপক ও প্রবন্ধকার মোহাম্মদ জসিম উদ্দীন
• অনুবাদ বিভাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা, বিশিষ্ট ভাষাবিদ তানজিনা বিনতে নূর
• তরুণ লেখক বিভাগ:
• কবি, প্রবন্ধকার ও গ্রন্থ সমালোচক মরিয়াম মুন্নী
• শিক্ষক, লেখক, অনুবাদক জীনাত রহমান
• চলচ্চিত্র সমালোচক ও লেখক জিয়া উদ্দিন
• কবি-লেখক ও সম্পাদক আবুল হাসান জারজিস
• কবি-লেখক ও চলচ্চিত্র পরিচালক আজিজ হাকিম
গ্রন্থ ও সাময়িকী উন্মোচন
মোড়ক উন্মোচন করা হয় তাইরান সম্পাদক তাসনীম মাহমুদ–এর গ্রন্থ ‘আগুনের ফুলকি নাচে’ এবং তাঁর সম্পাদিত ‘তাইরান - ডিসেম্বর ২০২৫’ সংখ্যার।
প্রায় দেড়শতাধিক কবি-লেখক ও একঝাঁক গুণী অতিথি এবং সম্মানিত কবি-সাহিত্যিকদের সম্মানে সাজানো এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়—বরং আগ্রাসী সাহিত্য সন্ত্রাসের বিরুদ্ধে ছিল প্রতিবাদের প্রাচীর। বর্তমান বাংলা ভাষা ও সাহিত্যের গভীর মমত্ববোধ ও সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। তাইরান লেখক সম্মেলন-২০২৫ হয়ে উঠেছিল আধুনিক বাংলা সাহিত্য-সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন