চট্টগ্রাম প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ সন্ধ্যায় হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। তবে গুলিবিদ্ধ বাবলা চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, “গুলিবিদ্ধ বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত নয়।”
অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি জসীম উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
গত ৩ নভেম্বর বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন পান তিনি। আসনটি বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন