নিজস্ব প্রতিবেদক | আপডেট: ৫ অক্টোবর ২০২৫, রাত ৯:১৫
দেশের ৪৮ জেলায় একযোগে শুরু হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের “সিগনেচার প্রকল্প” ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম। রোববার (৫ অক্টোবর ২০২৫) ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
এটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় চতুর্থ ব্যাচের (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) প্রশিক্ষণ কার্যক্রম। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার মোট ৩,৬০০ জন নির্বাচিত প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
খুলনা জেলার একটি উদাহরণ তুলে ধরে অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন জানান, মাত্র ৭৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১,০৭৩ জন, যা প্রকল্পটির প্রতি তরুণদের ব্যাপক আগ্রহের প্রতিফলন।
এ ব্যাচে অংশ নিতে সারাদেশ থেকে ৯২,৭৬৩ জন অনলাইনে আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৩,৬০০ জনকে নির্বাচিত করা হয়।
প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থা। কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা সনদপত্র পাবেন।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রশিক্ষণোত্তর বিনামূল্যে ভার্চুয়াল মেন্টরিং ক্লাস পরিচালনা করছে, যাতে প্রশিক্ষণার্থীরা আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।
এখন পর্যন্ত প্রকল্পের আওতায় তিনটি ব্যাচে মোট ৭,২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে ৪০ শতাংশ নারী। তাদের মধ্যে ৬৩ শতাংশ বা ৪,৫৬৭ জন জাতীয় ও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে যুক্ত হয়ে প্রায় ১০ কোটি টাকার সমপরিমাণ আয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড–১), প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান (যুগ্মসচিব), মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান (যুগ্মসচিব) এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম দেশের তরুণ সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নিজস্ব উদ্যোগে দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের নিয়ে ই-কমার্স ও অ্যাফিলিয়েট মার্কেটিংসহ নানা ফ্রিল্যান্সিং কার্যক্রম পরিচালনা করছে, যেখানে বর্তমানে ১,৬০০ জনের বেশি কাজ করছেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন
মন্তব্য করুন