স্বাধীন প্রতিদিন বিনোদন ডেস্ক | প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫
বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনা করে মাত্রই আলোচনায় উঠে এসেছেন তিনি। সাধারণত প্রচারের বাইরে থাকলেও, এবার সাফল্যের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন আরিয়ান।
এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা ব্যর্থতার মুখোমুখি হলে তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। এটি তার নিজের সিরিজের চরিত্র রজত বেদীর মুখে উঠে আসে -- “যে হারে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” আরিয়ান জানান, এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহিত করে।
আরিয়ান বলেন, “দ্য ব্যাডস অব বলিউড মানুষকে আনন্দ দিচ্ছে দেখে আমি সবচেয়ে খুশি। ভালো গল্প মানুষকে আনন্দ দেয়। তাই আমি পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চাই।” তিনি আরও জানিয়েছেন, “সারা বিশ্ব থেকে যে ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছ আমি কে?”
তবে, এই সিরিজ মুক্তির পর বিতর্কও উঠেছে। সম্প্রতি এনসিবির সাবেক আধিকারিক সমীর ওয়াংখেড়ে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন। অভিযোগ ছিল, সিরিজের একটি চরিত্রের মাধ্যমে সমীরকে হেয় করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
এবার প্রশ্ন -- এই বিতর্ক কি আরিয়ানের পথে নতুন প্রেরণা যোগাবে, নাকি চ্যালেঞ্জ হিসেবে থাকবে? সময়ই বলবে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন
মন্তব্য করুন