খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনায় সন্ত্রাসীদের হামলায় আক্তার আলী মোল্লা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগারভিটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহত আক্তার আলী মোল্লা খুলনার গল্লামারি এলাকার বাসিন্দা এবং চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি খুলনা শহরের বড় বাজার এলাকার একটি হোটেলে কর্মরত ছিলেন।
আক্তারের ভাষ্যমতে, গল্লামারি সেতু এলাকা থেকে মোটরসাইকেলে করে দুইজন পরিচিত ব্যক্তি তাকে দারোগারভিটার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিল। পরে তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আক্তার আলী মোল্লা অভিযোগ করেন, হামলাকারীরা তার পূর্বপরিচিত সন্ত্রাসী এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত তথ্য তিনি পুলিশকে জানাতে পারেন—এই আশঙ্কা থেকেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
একটি গোয়েন্দা সূত্র জানায়, খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারীরা এই হামলায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন