নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য পেয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি।
সোমবার (২২ ডিসেম্বর ২৫ ) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খুলনা নগরীর ‘মুক্তা হাউজ’ নামে একটি ভবনের নিচতলায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। শুরুতে তাকে রাস্তায় গুলি করা হয়েছে বলে দাবি করা হলেও পরে সিসিটিভি ফুটেজ ও তদন্তে কেএমপি নিশ্চিত করে যে, ঘটনাটি ঘটে তার নারী সঙ্গী তন্বীর ভাড়া বাসায়।
গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত এবং তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে।
পুলিশ জানায়, তন্বী নামের ওই তরুণী গত প্রায় দুই মাস ধরে মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। অভিযুক্ত বাসাটি তন্বীর ভাড়া নেওয়া, যেখানে নিয়মিত মোতালেব শিকদারের যাতায়াত ছিল। তল্লাশি চালিয়ে বাসা থেকে পাঁচটি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার আগের রাতে দুজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেছিলেন। পুলিশ ধারণা করছে, তাদের সঙ্গেই ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মোতালেব শিকদারের বিরুদ্ধে পূর্বে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঁদার ভাগবাটোয়ারা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
এ বিষয়ে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম বলেন,
“প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক কারণ পাওয়া যায়নি। এটি ব্যক্তিগত ও অপরাধমূলক বিরোধ থেকে ঘটে থাকতে পারে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
এদিকে বাসার মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামের ওই তরুণী নিজেকে একজন এনজিওকর্মী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। তবে পরবর্তীতে তার অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ কার্যকর হওয়ার আগেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন