খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “১৮ কোটি মানুষের গণআকাঙ্খা একটি মানবিক, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ। যারা দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা পরীক্ষিত ও ব্যর্থ। আমরা বিশ্বাস করি—উই উইল ব্রিং দ্য চেঞ্জ।”
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে ছিল ব্যস্ততা ও রাজনৈতিক উত্তাপ।
মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে খুলনার চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে মিয়া গোলাম পরওয়ার জানান, আটটি ইসলামি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সম্প্রতি আরও দুটি দল যুক্ত হওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়িয়েছে দশে। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে। “এখন সবাই মনোনয়ন জমা দিচ্ছে। মনোনয়ন প্রত্যাহার শেষ হলে বোঝা যাবে কোন দল কতটি আসন পেল,” বলেন তিনি।
আসনের সংখ্যাকে বড় বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলেছিল। আমরা বিশ্বাস করি, এই জোটই দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে।”
দলীয় আমীরকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, “এতদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এবার আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। করাপশন-ফ্রি ইকোনমি ও করাপশন-ফ্রি সোসাইটি আমাদের লক্ষ্য।”
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতি ও রিগিংয়ের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এছাড়া একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জুলাই সনদের পক্ষে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন