স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন
খুলনার সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।
৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১) রমজান আকন (২৮), পিতা: মোঃ হাবিবুর রহমান আকন
২) ফেরদাউস (৩০), পিতা: শেখ ওমর আলী
৩) মনিরুজ্জামান (২৪), পিতা: আমিরুল ইসলাম
পুলিশ জানায়, গত ৩ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে খুলনার সাতরাস্তার মোড়ে গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক যুবককে অপহরণ করে আসামিরা। পরে তাকে হত্যার হুমকি দিয়ে নগদ ২৪,০০০ টাকা ও Payoneer-এর মাধ্যমে ৫৬ ডলার আদায় করে অপহরণকারীরা। তারা ভিকটিমের কাছ থেকে আরও ৫ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
ভিকটিম অপহরণকারীদের দাবির প্রেক্ষিতে টাকা দিতে সম্মত হলে তাকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৫, তারিখ: ৭/১০/২০২৫, ধারা: ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তদন্ত চলমান রয়েছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
মন্তব্য করুন