🕘 আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ✍ নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কবে এবং কীভাবে হবে—এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট মতবিরোধ থেকেই যাচ্ছে। এ অবস্থায় আলোচনা পর্ব শেষ করেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। তবে, আগামী ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে সনদে স্বাক্ষরের আশা প্রকাশ করেছে কমিশন।
গতকাল বুধবার বিকাল ৩টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পাঁচদিনব্যাপী চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার শেষ দিনটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়।
কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
🔹 বিএনপি ও সমমনা কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে অনড়।
🔹 অন্যদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়।
গণভোটের সময় ছাড়াও আলোচনায় বিতর্ক তৈরি হয়েছে এর প্রশ্নবস্তুর ধরন ও পরিধি নিয়ে। ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ কী হবে—সে বিষয়েও এখনো কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বলেন,
"রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ পাঠাব।"
জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে নতুন আলোচনার সূচনা হয়েছে, তা নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে গণভোটের সময় নির্ধারণ এবং প্রশ্নবস্তুর স্পষ্টতা না এলে এই উদ্যোগ আদৌ কতটা কার্যকর হবে—সেই প্রশ্ন এখনো থেকে যাচ্ছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
মন্তব্য করুন