প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ | স্বাধীন প্রতিদিন নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রস্তাবিত প্রতীক ‘শাপলা’ না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে নতুন করে ৫০টি প্রতীকের তালিকা পেয়েছে। এই তালিকা থেকে আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক চূড়ান্তভাবে বেছে নেওয়ার জন্য দলটিকে নির্দেশ দিয়েছে ইসি।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন। চিঠিতে জানানো হয়, এনসিপির আবেদন প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। তবে তারা যে প্রতীকগুলো চেয়েছিল -- শাপলা, কলম ও মোবাইল ফোন, সেগুলোর মধ্যে শাপলা প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
পরবর্তীতে এনসিপি তাদের আবেদনে ‘শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা’ প্রতীক চেয়ে সংশোধনী দিলেও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে এসব নেই বলে জানায় ইসি।
যেসব প্রতীক থেকে বেছে নিতে পারবে এনসিপি:
আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসির ভাষ্যমতে, নির্বাচন পরিচালনা বিধিমালার ৯(১) অনুযায়ী নির্ধারিত প্রতীকগুলোর বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে দলটি এ তালিকার মধ্য থেকে যেকোনো একটি প্রতীক বেছে নিলে, সেটিই দলটির জন্য সংরক্ষিত থাকবে।
এনসিপির প্রতিক্রিয়া ও ইসির অবস্থান
শাপলা প্রতীক না পেয়ে এনসিপির একটি প্রতিনিধিদল সম্প্রতি ইসি কার্যালয়ে গিয়ে এ প্রতীক আদায়ের বিষয়ে কঠোর অবস্থান নেয় বলে জানা যায়। তবে নির্বাচন কমিশন বিষয়টিকে ‘হুমকি’ নয় বরং রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন,
“রাজনৈতিক নেতারা অনেক কিছু বলেন, এটা তাদের অধিকার। আমরা আইন অনুযায়ী কাজ করব। তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নন—সুতরাং আমরা এসব বক্তব্যকে হুমকি হিসেবে দেখি না।”
ইসি সচিব আখতার আহমেদ জানান, এনসিপিসহ আরও একটি রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া আরও ১৩টি দলের আবেদন কমিশনের পর্যালোচনায় রয়েছে।
এনসিপি শেষ পর্যন্ত কোন প্রতীক বেছে নেয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তারা বেগুন, কলম, মোবাইল—নাকি একেবারে নতুন কিছু বেছে নেবে, সেটাই এখন দেখার বিষয়।
📰 আরও খবর: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন
মন্তব্য করুন