🕘 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২২:০৮ | স্বাধীন প্রতিদিন নিউজ ডেস্ক
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, “বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করতে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আগামীতে জাতীয় ঐক্যের সরকার গঠন করা অত্যাবশ্যক।”
বুধবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল অভিযোগ করে বলেন, “গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবারের নির্বাচনে যাতে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে, তারা মূলত ফ্যাসিবাদী শক্তির কথাই বলছে। বিএনপি নির্বাচনমুখী দল। আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চাই।”
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে হেলাল বলেন, “ধর্ম মানুষকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করে। তাই ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা অনুচিত। আমাদের উচিত এই শিক্ষা গ্রহণ করা।”
প্রশাসনের উদ্দেশে হেলাল হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা অন্যায় করে, জমি দখল ও চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে—তারা যেই দলেরই হোক না কেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
মন্তব্য করুন