খুলনা প্রতিনিধি: স্বাধীন প্রতিদিন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে নারীরা আর পুরুষের তুলনায় কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। একসময় সমাজের নানা বেড়াজালে তাদের স্বপ্নগুলো বাধাগ্রস্ত হতো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সেই বাধা ভেঙে নারীর অগ্রযাত্রার পথ তৈরি করেছেন। আজ নারীর অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে তিনি সকলের কাছে রোল মডেল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম। বক্তব্য দেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা জেলার পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ২০২৪ সালের শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিতরা হলেন—
• অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী: তারানা তাবাচ্ছুম (খালিশপুর, খুলনা)
• শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য: ডা. মোহসিনা রহমান (কয়রা)
• সফল জননী: ফিরোজা খাতুন (পাইকগাছা)
• নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুন জীবনের যোদ্ধা: মানসী মন্ডল (কয়রা)
• সমাজ উন্নয়নে অসামান্য অবদান: তেরেজা গোমেজ (পাইকগাছা)
আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবনদর্শন, নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমাজে নারীর অগ্রযাত্রা নিয়ে গভীরভাবে আলোকপাত করেন। দিনব্যাপী আয়োজনটি নারী নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে বলে মত দেন অতিথিরা।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন