
নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অবনতি, সেই সঙ্গে আইপিএল সংশ্লিষ্ট একটি ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (অনলাইন) বিসিবির জরুরি বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,
“আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ রয়েছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আইসিসিকে চিঠি দেব।”
এই উদ্বেগের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক আইপিএল পরিস্থিতি। ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীর আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২৬ আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ‘সাম্প্রতিক পরিস্থিতি’ উল্লেখ করে বিসিসিআই এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়, যা ক্রিকেট বিশ্বসহ বাংলাদেশ ক্রিকেট অঙ্গনেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জাতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে বলেছি।”
তিনি আরও বলেন,
“যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেকে নিরাপদ মনে করবে—এটা প্রত্যাশা করা কঠিন।”
আসিফ নজরুল জানান, তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। পাশাপাশি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়েও অনুরোধ করেছেন বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা।
এদিকে, শুক্রবার বিসিবি ২০২৬ সালের হোম সূচি ঘোষণা করেছে, যেখানে ভারতের বিপক্ষে একটি সাদা বলের সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে। সিরিজটি আগে ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন