প্রিন্ট এর তারিখঃ Jan 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি জনাব সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে জনাব গালিব কাপাডিয়া
নিজস্ব প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্বাচন গত শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে।
নির্বাচনে সভাপতি পদে জনাব সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে জনাব গালিব কাপাডিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে মোট ৯ জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—
ডা. শেখ মো: রেজওয়ান, সৈয়দ মাসুম জাফর, ডা. মো: মাহমুদ হাসান লেনিন, ইঞ্জি: সাফায়েত আব্দুল্লাহ (রুসো), মেজর (অবঃ) ইমতিয়াজ আহমেদ, এহসান হায়দার চৌধুরী (বিপু), মোহাম্মাদ হাফিজুল ইসলাম চন্দন, মো: ওহিদুজ্জামান ও মো: আমিনুল ইসলাম।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিসহ সকল কার্য-নির্বাহী সদস্যকে অভিনন্দন জানান ক্লাবের সাধারণ সদস্যরা। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত পরিষদ খুলনা ক্লাব লিমিটেডের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।