বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই পত্রিকাকে জনমানুষের কণ্ঠস্বর করা সম্ভব : মুহাদ্দিস আব্দুল খালেক
খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদের মাধ্যমেই একটি সংবাদপত্রকে জনমানুষের পত্রিকায় রূপ দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, দৈনিক সংগ্রামকে গণমানুষের পত্রিকায় পরিণত করতে হলে সংবাদদাতাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দৈনিক সংগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জুলাইযোদ্ধা সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় হয়রানির শিকার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও দৈনিক মানজমিন-এর ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সম্মেলনের অতিথিবৃন্দ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গিফট বক্স তুলে দেন।
দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দৈনিক সংগ্রামের সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক এবং বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, যশোর জেলা সংবাদদাতা মো. আজিজুর রহমান মশিউর, বাগেরহাট জেলা সংবাদদাতা শেখ মো. তাজমুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, কুষ্টিয়া জেলা সংবাদদাতা খালিদ হাসান সিপাই, নড়াইল জেলা সংবাদদাতা ডা. মো. সামিরুল ইসলাম, মেহেরপুর জেলা সংবাদদাতা মো. আকতারুজ্জামান, মাগুরা জেলা সংবাদদাতা ওয়ালিয়র রহমান, কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, পাটকেলঘাটা উপজেলা সংবাদদাতা নাজমুল হক খান, বেনাপোল পোর্ট থানা সংবাদদাতা মো. মশিউর রহমান কাজল, ইলিয়াছ হোসেন, শ্রীপুর উপজেলা সংবাদদাতা মো. সাইফুল্লাহ, কেশবপুর উপজেলা সংবাদদাতা মো. আব্দুস সাত্তার এবং তালা উপজেলা সংবাদদাতা কামরুজ্জামান মিঠু প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেমন একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব, তেমনি একটি পত্রিকাকেও এগিয়ে নেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেন, দৈনিক সংগ্রাম শুধুমাত্র একটি পত্রিকা নয়; এটি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনের একটি বলিষ্ঠ হাতিয়ার। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দৈনিক সংগ্রামের উন্নয়নে জেলা ও উপজেলা সংবাদদাতাদের আরও উদ্যমী হয়ে কাজ করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে বিজ্ঞাপন ও সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন