প্রিন্ট এর তারিখঃ Oct 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র্যাবের অভিযানে দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাসিন্দা বাবু শেখ (৩৪) এবং সাহা (২৯)।
র্যাব জানায়, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সংস্থাটি। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।