ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, শনিবার
পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (NSU) অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে অপূর্ব পালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয় বলে অভিযোগ ওঠে। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যার ফলে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়।
ঘটনার জেরে রাতের বেলা উত্তেজিত ছাত্র ও সাধারণ জনতা অভিযুক্তের বাসার নিচে জড়ো হয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থী মহলে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জনগণকে শান্ত থাকার এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন