নিজস্ব প্রতিবেদক, খুলনা | শনিবার, ৪ অক্টোবর ২০২৫:
খুলনা শহরের উপকণ্ঠে রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় পারিবারিক কলহের জেরে মো. হামিদ শেখ (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার অন্তর্গত নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে তাদের কাঁচা-পাকা ঘরে ঝুলন্ত অবস্থায় হামিদ শেখকে দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রতিবেশী রুবেল হোসেন বলেন, “হামিদ ভাই খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি, কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙলে দেখি তিনি ঝুলছেন। এই দৃশ্য আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।”
স্থানীয়দের মতে, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন।”
এ ঘটনায় রায়েরমহল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, “একটি পরিবারে সামান্য কলহ থেকে একজন মানুষ নিজের জীবন শেষ করে দিলেন—এ ঘটনা আমাদের নাড়া দিয়েছে।”
সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে পারিবারিক দ্বন্দ্ব, আত্মহত্যা ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়রা সমাজে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন