Shadin Pratidin
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা-২ আসনে ধানের শীষের কান্ডারী নজরুল ইসলাম মঞ্জু

তারেক রহমানের ফোনে নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | খুলনা |

খুলনা বিএনপির পরিচিত মুখ, সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আবারও আলোচনায়। দীর্ঘদিন পর তিনি নতুন উদ্যমে রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে খুলনা-২ (সদর) আসনে প্রতিদ্বন্দিতা করবেন—এটা এখন প্রায় নিশ্চিত।

রবিবার (২ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ফোন করে মঞ্জুকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ফোনালাপে তারেক রহমান বলেন,
“পক্ষ-বিপক্ষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করুন। পছন্দ-অপছন্দ থাকতে পারে, কিন্তু নির্বাচনে সবাইকে লাগবে।”

এই নির্দেশনার পরই মঞ্জু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পোস্ট দেন, যা খুলনা বিএনপির রাজনীতিতে নতুন আলোড়ন তোলে।

প্রথম পোস্টে তিনি লেখেন—
“মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

পরবর্তী পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের আবেগ নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান, উল্লেখ করে বলেন—
“দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ নিষেধ। কাউকে খাটো করা বা বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকেও বিরত থাকতে হবে—এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা।”

নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু স্বাধীন প্রতিদিনকে বলেন,
“আমি বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বিশ্রামে আছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুস্থ হয়ে উঠেই কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন। আমি তাঁর নির্দেশনা অনুযায়ী তৃণমূলের সবার সঙ্গে নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করব।”

দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জুর প্রতি তৃণমূল বিএনপির একটি বড় অংশের দৃঢ় সমর্থন রয়েছে। তাঁর ফেসবুক পোস্টের পর থেকেই খুলনা নগরীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের মধ্যে আশাবাদী উচ্ছ্বাস দেখা গেছে। কেউ কেউ বলছেন, “মঞ্জুর মাঠে ফেরা মানেই খুলনায় বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ।”

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মঞ্জু ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন। সেখানেই তারেক রহমানের সঙ্গে তাঁর সরাসরি আলাপ হয়। সভা শেষে রাতেই খুলনায় ফেরেন তিনি এবং পরদিন থেকে তীব্র জ্বর ও শরীরব্যথায় আক্রান্ত হন। পরবর্তীতে পরীক্ষায় চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হন তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা কাজে লাগিয়ে খুলনা-২ আসনে আবারও বিএনপিকে সক্রিয় করতে চান নজরুল ইসলাম মঞ্জু। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, “এই নির্বাচন হবে মঞ্জুর রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই।”

📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

" ধর্মের ভিত্তিতে বিভাজন করার পক্ষে নয় জামাত, জাতির একতা চাই

1

খুলনা বারের নির্বাচন স্থগিত, উত্তেজনায় আইনজীবীরা

2

২৪-এর গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফ্যাসিস্ট হাসি

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় মুন্সিগঞ্জে বাবা–ছেলে আটক

5

এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার

6

চীন–বাংলাদেশকে নিয়ে নতুন আঞ্চলিক উদ্যোগে পাকিস্তান

7

"ঐতিহাসিক ৭ই নভেম্বর: জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং জিয়াউর

8

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

9

এন্ডোস্কোপি সফল, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

10

গুলশান নতুন ঠিকানা, মিরপুরের সঙ্গে ছিন্ন হল দীর্ঘদিনের সম্পর

11

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের সরকার দরকার: আজিজুল

12

শহিদুল আলমের অপহরণ: নেট দুনিয়ায় প্রতিক্রিয়া, ফিরিয়ে আনার দাব

13

ঢাবির জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

14

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই — সারজিস আলম

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

বাগেরহাটের সংসদীয় আসন চারটিই থাকবে: হাইকোর্টের নির্দেশ

17

এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে রাখা জরুরি: জ্বালানি উপদেষ্ট

18

খুলনায় ‘আমার দেশ’ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: নিউজ করলে

19

শততম টেস্টে সেঞ্চুরি—মুশফিকে মুগ্ধ দেশ–বিদেশ, শুভেচ্ছায় সাকি

20