ক্যাম্পাস প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারি ও ওশান সায়েন্স অনুষদের এক শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় মারাত্মকভাবে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার হল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় অনুষদের লেভেল–৪, সেমিস্টার–১ এর FRCM 4101: Mangrove Forest কোর্সের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণ পর সংশ্লিষ্ট কক্ষে দায়িত্বরত পরিদর্শক একজন শিক্ষার্থীর আচরণে সন্দেহ প্রকাশ করেন। পরে দেখা যায়, তিনি প্রশ্নপত্রের উত্তর আগে থেকে আলাদা কাগজে লিখে এনেছেন এবং তা দেখে মূল উত্তরপত্রে লিখছেন।
এসময় শিক্ষক তার উত্তরপত্র নিতে চাইলে ওই শিক্ষার্থী তা দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো শিক্ষকের হাত চেপে ধরেন বলে জানা গেছে। পরে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানালে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী তাকে পরীক্ষার হল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রেজয়ান মিরাজ। সে ফিসারি ও ওশান সায়েন্স অনুষদের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার হলে এমন আচরণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রশাসনের কাছে আমরা এর কঠোর শাস্তি দাবি করছি।”
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, “অসদুপায় অবলম্বন কেবল একটি শাস্তিযোগ্য অপরাধ নয়, এটি শিক্ষার্থীর মানসিক দুরবস্থার প্রতিফলন। এ ধরনের ঘটনার পাশাপাশি আমাদের খতিয়ে দেখা উচিত কেন শিক্ষার্থীরা এমন ঝুঁকিপূর্ণ পথে যাচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন