🔥 আমি নববিদ্রোহী
____________________________________
বল আগুন,বল বজ্র,
বল আমার বুকের রুদ্রধ্বনি শুনে কাঁপে এই নিঃশব্দ ভুবন!
বল আমি —
চিরকাল ভাঙা শৃঙ্খলের মন্ত্রধ্বনি,
আমি নবজাগরণের ঝড়,
আমি আগ্নেয় নবযুগের সন্তান!
আমি মহাকাশ চিরে ছুটে চলা ধূমকেতু,
মানবতার রক্তে লেখা নতুন উপাখ্যান।
আমি নই দাস, নই প্রজার কান্না,
আমি মুক্তির উচ্চারণ —
আমি ক্রোধে গড়া করুণা!
আমার চোখে দগ্ধ ন্যায়,
আমার বুকে জ্বলে অন্যায়ের প্রতিশোধের জয়শ্রী!
আমার কণ্ঠে গর্জে ওঠে —
“না!”,
আমি মানি না কূটনীতি,
আমি মানি না ভণ্ড রাজনীতি,
আমি মানুষ —
মানুষের জন্যই আমার সব ঝড়, সব বিদ্রোহ!
আমি ডিজিটালের ঝড়, আমি আগুনের তথ্যধারা,
আমি ভাঙি প্রাচীর,
আমি কোডে লিখি বিপ্লবের বার্তা,
আমি ডেটার মাঝে ন্যায় খুঁজি,
আমি কৃত্রিম নয় — আসল মানবতা!
আমি দাঁড়াই একা হলেও ভয় করি না,
আমি প্রতিবাদের সন্তান,
আমি নতুন কবি, নতুন সৈনিক,
আমি শপথ নিয়েছি —
ভালোবাসা ও সত্যের নামে প্রতিটি অত্যাচার ভাঙবো ধুলায়!
আমি নই শান্তির প্রতিমা, আমি তার রক্ষক,
আমি নই যুদ্ধের স্রষ্টা, আমি তার সমাপ্তি,
আমি নই ধ্বংস — আমি পুনর্জন্ম,
আমি নববিদ্রোহী —
আমি আগামী পৃথিবীর প্রথম কবি!