দেশের ইতিহাসের সবচেয়ে বড় মামলায় জামিয় আরো ৩৫জন
গাজীপুর প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের তিনটি অংশ থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন। দীর্ঘদিন পর স্বজনের মুখ দেখতে পেয়ে কারা ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
কারা সূত্রে জানা গেছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুইজন এবং পার্ট-২ থেকে ৩২ জন রয়েছেন। গত বৃহস্পতিবার আদালত তাদেরসহ মোট ৫৩ জনের জামিন মঞ্জুর করেন। সোমবার দুপুরে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, “জামিনের কাগজপত্র যাচাইয়ের পর সন্ধ্যায় একজন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।”
কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা বলেন, “আজ দুইজনকে মুক্তি দেওয়া হয়েছে।”
অন্যদিকে পার্ট-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, “এই অংশ থেকে ৩২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। দুপুরে কাগজপত্র এসে পৌঁছানোর পর যাচাই শেষে সন্ধ্যায় তাদের বের করে দেওয়া হয়।”
মুক্তির মুহূর্তে কারাগারের সামনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সাবেক বিডিআর সদস্য আব্দুল্লাহ আল মামুনের বড় বোন কামরুন্নাহার বলেন, “কখনো ভাবিনি ভাইকে আবার দেখতে পাব। বাবাকে হারিয়েছি ভাইয়ের দুশ্চিন্তায়, মা অসুস্থ। আজ ভাইকে কাছে পাচ্ছি—এটাই আমাদের শান্তি। যারা এখনো কারাগারে আছেন, তারাও যেন মুক্তি পান।”
২০০৯ সালের পিলখানা বিদ্রোহ: দেশের ইতিহাসের সবচেয়ে বড় মামলা
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের নৃশংস বিদ্রোহে নিহত হন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। সর্বমোট নিহত হন ৭৪ জন। ঘটনাটির পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
হত্যা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে—যা দেশের বিচার ইতিহাসে সবচেয়ে বড় মামলা। ২০১৩ সালের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়; খালাস পান ২৭৮ জন।
মুক্তিপ্রাপ্ত ৩৫ সাবেক সদস্যদের জামিন পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে একটি নতুন অধ্যায় যুক্ত হলো—বলছেন স্বজনরা।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন