Shadin Pratidin
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন হলে স্থিতিশীলতা ফিরবে: সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে: সেনাবাহিনী


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন | ৫ নভেম্বর ২০২৫, বুধবার দুপুর

দেশের জনগণ যেমন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়—বাংলাদেশ সেনাবাহিনীও চায় সরকার ঘোষিত রূপরেখা অনুযায়ী সে নির্বাচনের সফল আয়োজন হোক। সেনাবাহিনীর আশা, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুল রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “সরকার যে রূপরেখা ঘোষণা করেছে, সেটির ভিত্তিতেই সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশিক্ষণ কার্যক্রম সীমিত পরিসরে হলেও নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয়কে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুল রহমান আরও বলেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে, যা স্বাভাবিক সময়ের জন্য অস্বাভাবিক চ্যালেঞ্জের। “শান্তিকালীন সময়ে আমাদের কাজ যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করায় প্রশিক্ষণ কার্যক্রমে প্রভাব পড়েছে,” বলেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, “একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনীও ব্যারাকে ফিরে যেতে পারবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে ছড়ানো গুজবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল মাইনুল রহমান বলেন, “গত ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালালেও আমি পরিষ্কারভাবে বলতে চাই—সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি শতভাগ অনুগত। যেকোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও ভ্রাতৃত্ববোধে দৃঢ়।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী। জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।”

সংবাদ সম্মেলনের শুরুতে মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি জানান, “আসন্ন জাতীয় নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য মাঠে মোতায়েন থাকবে—যা এখন পর্যন্ত সর্বোচ্চ। জেলা, উপজেলা ও আসনভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।”

নির্বাচনকালীন সরকার কিংবা নির্বাচন পেছানোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সরকারের ঘোষিত নির্দেশনা এবং নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আরও যোগ করেন, “একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা। এ লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালনে বদ্ধপরিকর।”


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: কঠোর পদক্ষেপে নগরী শৃঙ্খল

1

জাতীয় ঐক্যের পথে আরেক ধাপ: ১৫ অক্টোবর হবে ‘জুলাই জাতীয় সনদ,

2

বেগম রোকেয়া দিবসে খুলনায় আলোচনা সভা ও পাঁচ অদম্য নারীকে সম্ম

3

জনগণ ঐক্যবদ্ধ হলে নির্বাচন ঠেকানো যাবে না: আজিজুল বারী হেলাল

4

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শেখ হারুনের পিএস দীপ প

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের নির্মোহ বিচার জরুরি:

7

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

8

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ-সহ কয়েকজন গুলিবিদ্ধ,

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

খুলনায় ‘আমার দেশ’ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: নিউজ করলে

11

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট — জাতিকে চমকে দিলেন প্রধান উ

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

খুলনায় অপহরণ: ৩ অপহরণকারী গ্রেফতার

17

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, বেড়েছে পুরোনো জটিলত

20