ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন
বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চলতি নভেম্বরের শেষ দিকে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে তার আগমন সম্ভাবনা প্রকাশ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছে প্রতিবেশী দেশ ভারত।
গত ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’
ভারতের এই মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম শনিবার (২ নভেম্বর) বাসসকে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
সূত্র জানায়, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসার কথা রয়েছে। তবে তার সফরসূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ সরকার।
উল্লেখ্য, বিতর্কিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে মানি লন্ডারিংসহ একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালে ভারতে তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF) নিষিদ্ধ হওয়ার পর থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
তবে তার বক্তৃতা ও দাতব্য কার্যক্রম এখনো মুসলিম বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলাদেশের ধর্মীয় অঙ্গনেও তার আগমন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা চলছে।
সূত্র: বাসস, এনডিটিভি, দ্য হিন্দু, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন