Shadin Pratidin
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘হ্যাঁ-না’ ঝড়: গণভোট ঘিরে নতুন প্রচারণায় সরগরম অনলাইন দুনিয়া


নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন 

গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল প্রচারণা। ৩০ নভেম্বর মধ্যরাত থেকে নতুন করে সক্রিয় হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের ঢল। সারাদেশের নিউজফিড এখন ভরপুর গণভোটের পক্ষে-বিপক্ষে যুক্তি, পাল্টা যুক্তি ও স্লোগানে।

জানা গেছে, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো। তারা ফেসবুকে ‘না’ প্রচারণা শুরু করেছে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাশাপাশি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির গণভোটের পক্ষে অবস্থান নিয়ে ‘হ্যাঁ’ প্রচারণায় নেমেছে।

বিএনপিপন্থী ছাত্র সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে “না” লিখে একটি পোস্ট দিয়েছেন, যা ভাইরাল হয়েছে। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড পেজে শুধু একটি শব্দ—“হ্যাঁ”—লিখে পোস্ট করেছে, যা সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সুপারিশ করেছে। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

তিনি জানান, সংবিধানসংক্রান্ত ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতেই এই গণভোটের প্রস্তাব রাখা হয়েছে। “আগামী জাতীয় সংসদ তার প্রথম ৯ মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে,” বলেন তিনি।

যদি সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তাহলে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, এমন ব্যবস্থাও প্রস্তাবনায় রয়েছে।

গণভোট ইস্যুতে রাজনৈতিক শিবিরে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। বিএনপি এই গণভোটের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে। দলের এক কেন্দ্রীয় নেতা বলেন,

“বর্তমান প্রশাসনিক কাঠামো এখনো পুরোপুরি নিরপেক্ষ নয়। এমন অবস্থায় গণভোট জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে কি না, সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে।”

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে, জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রস্তাব একটি “ইতিবাচক ও গণতান্ত্রিক পদক্ষেপ”।
জামায়াতের এক নীতিনির্ধারক বলেন,
“জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন স্থায়ী হয় না। গণভোটের মাধ্যমে সেই অংশগ্রহণ নিশ্চিত হবে।”

ড. আলী রীয়াজ বলেন, “যেসব দল এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে আলোচনা চলছে। এনসিপিসহ সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা আশাবাদী।”

গণভোটকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও অনলাইন পরিসর দুই-ই এখন উত্তপ্ত। বিএনপি সংশয় প্রকাশ করলেও, জামায়াত-শিবির ও বিভিন্ন নাগরিক সংগঠন এ প্রস্তাবকে জনগণের মতামত জানানোর একটি সুযোগ হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, আসন্ন কয়েক সপ্তাহে এই ‘হ্যাঁ-না’ প্রচারণা জাতীয় নির্বাচনের আগাম রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

পটিয়ায় বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’: গভীর

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

খুলনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শেখ হারুনের পিএস দীপ প

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: কঠোর পদক্ষেপে নগরী শৃঙ্খল

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

খুবিতে কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ ও টিকাদান কার্যক্রম শু

11

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

12

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, বেড়েছে পুরোনো জটিলত

13

এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভি পাচ্ছেন স্বর্ণপদক

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

আলিমুজ্জামান ও রায়হান রাফী পাচ্ছেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার

16

বিএনপির নেতৃত্বে গঠন হচ্ছে বৃহৎ নির্বাচনী জোট

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

গুলশান নতুন ঠিকানা, মিরপুরের সঙ্গে ছিন্ন হল দীর্ঘদিনের সম্পর

20