চট্টগ্রাম প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে রহস্যজনক এক ঘটনায় আলোচনায় এসেছে স্থানীয় বিএনপি কার্যালয়। সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে হেলমেট পরা দুই যুবক হঠাৎ করেই এসে বিএনপির পৌর কার্যালয়ের দেয়ালে বড় করে লিখে যায়— ‘জয় বাংলা শেখ হাসিনা’। মুহূর্তের মধ্যেই তারা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে পটিয়া কলেজ গেট এলাকার বিএনপি অফিসের সিঁড়ির গোড়ার দেয়ালে। শুধু এখানেই নয়, একইভাবে পৌর বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজারের বাসভবনের দেয়াল এবং পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সুচক্রদন্ডী এলাকার বাড়ির দেয়ালেও একই লেখা পাওয়া গেছে।
ভোরে বিষয়টি চোখে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা হতবাক হয়ে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু করেন। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরাও দ্রুত ঘটনাস্থলে যান। দুপুরের মধ্যে পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে একটি টিম গিয়ে দেয়ালের লেখাগুলো অন্য রঙে মুছে দেয়।
হাবিবুর রহমান রিপন বলেন, “রাতের আঁধারে হেলমেট পরে দুই যুবক আমাদের কার্যালয় ও কয়েকজন নেতার বাসার দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লিখে পালিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এর আগেও একই ধরনের ঘটনা ইন্দ্রপুল এলাকায় ঘটেছিল। দিনের বেলায় সাহস না পেয়ে তারা রাতেই এসব চিকা মারে।”
ঘটনার পরপরই পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি মো. নুরুজ্জামান বলেন, “বিএনপি কার্যালয়ে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লেখা চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এটি রাজনৈতিক প্ররোচনা বা প্রতিপক্ষকে বিব্রত করার একটি কৌশল হতে পারে। অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে এ ঘটনা নিয়ে কৌতূহল ও বিস্ময় ছড়িয়ে পড়েছে।
দেয়ালচিত্র বা চিকা প্রচারণা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, তবে বিরোধী দলের কার্যালয়ে ক্ষমতাসীন দলের স্লোগান লেখা — বিষয়টি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে দেয়াল রাজনীতির এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, যা নিয়ে তদন্ত ও আলোচনার ঝড় বইছে পটিয়া জুড়ে।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন