২৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধা ৭টায় আড়ংঘাটা রূপায়ণ সংঘের দ্বি- বার্ষিক সাধারণ সভা ও ক্যারম প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শিক্ষক হাফেজ মোস্তাক আহমেদ তুহিন এর কোরআন তেলোয়াত ও বিপুল মন্ডল এর গীতা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
সভায় নির্ধারিত এজেন্ডার উপর প্রস্তাব ও মতামত ও বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় ও অনুমোদিত হয়।
শহিদুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামান মোড়ল কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি আগামী দুই বছরের কার্যকাল নির্ধারণ করে অনুমোদন লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য ও খুলনা শিশু একাডেমী কর্মকর্তা আব্দুল মাজেদ ও বিপুল মন্ডল।
আরো উপস্থিত সভাপতি মোঃ,শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সেলিম সাহেদ মোল্লা, আইনুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, সদস্য আলমগীর মনির, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম (মিটুল), নিত্য হালদার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক লিংকন মোড়ল, মোস্তাক আহমেদ তুহিন, রেজাউল হক, টিপু , অজয় কর ইউসুফ কাজী মিন্টু, দাউদ হায়দার, রিয়াদুল ইসলাম রাজ, মিল্টন মন্ডল, বাবু, শাহিন, নাসিম শেখ প্রমুখ।সভা শেষে ৩দিন ব্যাপী ক্যারম প্রতিযোগিতার চেম্সিয়ান দল মিন্টু ও নাসিম শেখ ও রানার্স-আপ দল জাহিদুল ইসলাম ও অজয় করকে মেডেল পরিয়ে ও ট্রফি হাতে তুলে দেন উপদেষ্টা আব্দুল মাজেদ, বিপুল মন্ডল, সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল।