প্রতিবেদক: স্বাধীন প্রতিদিন ডেস্কঃ
এ বছর যেন এক অদ্ভুত রকম অক্টোবর পার করছে দেশ। ভাদ্র ও আশ্বিন পেরিয়ে শরতের মাঝামাঝি হলেও আকাশে এখনও মেঘ, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও অসহনীয় ভ্যাপসা গরম। সাধারণত এই সময়টা হওয়া উচিত সাদা মেঘের ভেলা ভাসা স্বচ্ছ আকাশ, সঙ্গে হালকা শীতের আগমনী বার্তা। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
আবহাওয়াবিদদের মতে, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে দেরি করায় শরতের স্বাভাবিক শুষ্কতা দেখা যাচ্ছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, “এখনো পর্যন্ত শীতের কোনো পূর্বাভাস নেই। বরং অক্টোবরজুড়েই গরম ও আর্দ্রতা বজায় থাকবে।"
তিনি আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং ধীরে ধীরে শীতের আমেজ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে কুয়াশা দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। “এখন যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা মূলত বাতাসে আর্দ্রতার কারণে। এগুলোকে শীতের কুয়াশা বলা যাবে না।”
অন্যদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “বাংলা ঋতু চক্র অনুযায়ী আশ্বিন-কার্তিক হলো শরৎ, এরপর আসে হেমন্ত। হেমন্তকালেই শীত নামে। কিন্তু এবার এলনিনো প্রভাবে মৌসুমি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়েছে। ফলে মৌসুমি বায়ুর বিদায়ও বিলম্বিত হচ্ছে।”
তিনি জানান, ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং অক্টোবরের শেষ দিকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রতি বছর অক্টোবরের শুরুতেই উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়। কিন্তু এবার এলনিনোর প্রভাবে তা বিলম্বিত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আবহাওয়ার আচরণে।
সংক্ষেপে মূল পয়েন্টগুলো:
• অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরম ও বৃষ্টি
• শীতের আগমন ঘটতে পারে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে
• বর্তমান কুয়াশা শীতের কারণে নয়, বরং মেঘ ও আর্দ্রতার প্রভাবে
• এলনিনোর কারণে মৌসুমি বায়ুর বিদায়ে বিলম্ব
সতর্কবার্তা:
আবহাওয়ার এই অনিয়মিত আচরণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—অতিরিক্ত গরমে বাইরে কাজ করার সময় হাইড্রেটেড থাকার এবং আবহাওয়া পরিবর্তনে সর্দি-জ্বর থেকে রক্ষা পেতে সতর্ক থাকার।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
মন্তব্য করুন